বাংলা - সূরা আল-ইনশিকাক

পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-ইনশিকাক

Choose the reader

বাংলা

সূরা আল-ইনশিকাক - Verses Number 25
إِذَا السَّمَاءُ انشَقَّتْ ( 1 ) আল-ইনশিকাক - Ayaa 1
যখন আকাশ বিদীর্ণ হবে,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ( 2 ) আল-ইনশিকাক - Ayaa 2
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ ( 3 ) আল-ইনশিকাক - Ayaa 3
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ( 4 ) আল-ইনশিকাক - Ayaa 4
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ( 5 ) আল-ইনশিকাক - Ayaa 5
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ ( 6 ) আল-ইনশিকাক - Ayaa 6
হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ( 7 ) আল-ইনশিকাক - Ayaa 7
যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ( 8 ) আল-ইনশিকাক - Ayaa 8
তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে
وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا ( 9 ) আল-ইনশিকাক - Ayaa 9
এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ ( 10 ) আল-ইনশিকাক - Ayaa 10
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا ( 11 ) আল-ইনশিকাক - Ayaa 11
সে মৃত্যুকে আহবান করবে,
وَيَصْلَىٰ سَعِيرًا ( 12 ) আল-ইনশিকাক - Ayaa 12
এবং জাহান্নামে প্রবেশ করবে।
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا ( 13 ) আল-ইনশিকাক - Ayaa 13
সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ ( 14 ) আল-ইনশিকাক - Ayaa 14
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا ( 15 ) আল-ইনশিকাক - Ayaa 15
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ ( 16 ) আল-ইনশিকাক - Ayaa 16
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
وَاللَّيْلِ وَمَا وَسَقَ ( 17 ) আল-ইনশিকাক - Ayaa 17
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ ( 18 ) আল-ইনশিকাক - Ayaa 18
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ ( 19 ) আল-ইনশিকাক - Ayaa 19
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ( 20 ) আল-ইনশিকাক - Ayaa 20
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ ( 21 ) আল-ইনশিকাক - Ayaa 21
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ ( 22 ) আল-ইনশিকাক - Ayaa 22
বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ( 23 ) আল-ইনশিকাক - Ayaa 23
তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ( 24 ) আল-ইনশিকাক - Ayaa 24
অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ( 25 ) আল-ইনশিকাক - Ayaa 25
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

Choose language

Choose সূরা

Choose tafseer

Participate

Bookmark and Share